Checkbox.live থেকে অটো প্রোডাক্ট আপলোড করুন নিজের সাইটে

আপনার প্রোডাক্ট শত শত হোক আর হাজার হাজার-ই হোক, সব প্রোডাক্ট অটো আপডেট হবে এখন নিমিষেই এবং নির্ভুল ভাবে ইনশাআল্লাহ্‌ ।

প্রায় ২০০০+ প্রোডাক্ট আছে Checkbox.live সাইটে, সব গুলো প্রোডাক্ট আপনার সাইটে অটো আপ্লোড করতে পারবেন নিরভুল ভাবে।

আপনি যদি চান, আপনার পছন্দ মতো নির্দিস্ট প্রোডাক্ট গুলোই কেবল কপি করতে, তাহলে, নিচের ছবিটি দেখুন, আপনার বাছাই কৃত প্রতিটা লিঙ্ক জাস্ট কমা দিয়ে আলাদা করে রাখবেন, কোন word ফাইল অথবা txt ফাইলে লিঙ্ক গুলো সেভ করে রাখুন।

আপনার ইচ্ছে অনুযায়ী চেকবক্স থেকে অতিরিক্ত মুল্যটা অটো যুক্ত হয়ে যাবে,

চেকবক্স সাইটে যদি কোন আপডেট আসে, তাহলে আপনার ঐ লিঙ্ক গুলো আবার চালিয়ে দিবেন, অটোমেটীক আপনার সাইটেও আপডেট হয়ে গেলো, শতো শতো প্রডাক্টে আপডেট চালাতে গেলোও আপনার অনেক বেশি সময় ও পারিশ্রমিক ব্যেয় করতে হবে,

নতুন কোন প্রোডাক্ট যুক্ত করতে চাইলে, ঐ প্রোডাক্ট গুলোর লিঙ্ক গুলো আগের প্রোডাক্টের লিঙ্ক গুলোর সাথে যুক্ত করে দিলেই হয়ে গেলো, আপনার ইচ্ছে মতো যখন খুশি আপডেট করলেন যতো বার খুশি আপডেট করলেন। এই বিপুল কাজের জন্য আপনাকে অতিরিক্ত কাউকে হায়ার করতে হচ্ছে না।

সিস্টেম টা সর্ব নিম্ন মাত্র ৩০০০/= টাকায় অফার করা হচ্ছে

ফোনে কথা বলতে পারেন, 0199 55 4 22 77

তো প্রোডাক্ট আপলোডে এখন আর কাউকে হায়ার করতে হবে না ইনশাআল্লাহ্‌ ।