আপনার সল্প পুজির ব্যেবসায়ে অনলাইনে ইকমার্স চালানোর খরচ আর টেকনিকাল সাপর্ট নেই !?
খুব সহজেই আপনার একাধিক কাস্টমার/ক্লাইন্ট থেকে আপনার বিল বা পেমেন্ট অনলাইনেই নিতে পারেন, নগদ/বিকাশ/রকেট-এ।
ধরুন আপনি ISPএর ব্যেবসা করেন, আপনাকে প্রতিটা কাস্টোমারের বাসায় বাসায় গিয়ে বিল নিতে হয়, আপনি একাউন্টসের জন্য হয়তো কোন আপ্লিকেশন ব্যেবহার করেন কিন্তু আপনার কাস্টোমার থেকে মেনুয়ালি বিল গুলো নিতে হয়ে, এবং মেনুয়ালি এন্ট্রি দিতে হয়। এখন থেকে আপনি এই আপ্লিকেসনের ড্যেসবোর্ডে একটা বিল জেনারেট করে আপনার ক্লাইন্টদের সেই লিঙ্কটা পাঠিয়ে দিন, মেসেজ করে অথবা ফেসবুকের মাধ্যমে, এবার কাস্টমার গুলো আপনার ঐ বিলের ওপরে আপনার নগদ/বিকাস/রকেট নাম্বারে টাকা পাঠিয়ে দিবে, আপনি ড্যেসবোর্ডেই দেখতে পাবেন কে কে বিল দিয়েছে, কারন বিল দেওয়ার সময় তাঁদেরকে তাঁদের আইডিও দিতে হচ্ছে।

একাধিক কাস্টমার/ক্লাইন্ট-এর পেমেন্ট গুলো সহজেই মনিটোরিং করতে পারবেন ড্যেসবোর্ড থেকে।
আপনার মারচেন্ট একাউন্ট না থাকলেও পারসনাল মোবাইল একাউন্টেই সহজেই আপনার বিল গুলো সংগ্রহ করতে পারবেন এবং সব পেমেনটই বিস্তারিত মনিটোরিং করতে পারবেন ড্যেসবোর্ড থেকে।
সেটাপ মাত্র ৩০০০/- টাকায়।
আরো বিস্তারিত জানতে কল করুনঃ 0199 55 4 22 77 নম্বরে।
- ধন্যবাদ